মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুরে ধান ক্ষেতের রোপনকৃত চারা নষ্টের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলার জাহানাবাদ ইউনিয়ন এর তাহেরপুর পাকুড়িয়া গ্রামের হরমুতুল্লাহ ছেলে হযরত বেলাল মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, পৈত্তিক সূত্রে প্রাপ্ত জমি উপজেলার তাহেরপুর মৌজা জেলএল নং ১৫১ দাগ নং-৪৭৯,৪৮১ রকম ধানী পরিমান- ৪৮ শতক জমিতে দীর্ঘ ৩০ বছর ধরে সরকারি বিধিমোতাবেক খাজনা খারিজ পরিশোধ করে ভোগদখল করে মৌসুমে বিভিন্ন ফসলসহ ধান চাষ করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ ফেব্রুয়ারী সকাল ৭ দিকে একই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে রহিম বক্স , রহিম বক্স ছেলে আজিম উদ্দিন, বাবুল হোসেন, সবুজ হোসেন, রসূল হোসেন, মৃত শমসের আলী ছেলে এনামুল হক, মৃত জলিল উদ্দিন ছেলে আব্দুল হামিদ,মৃত কুদ্দুস আলী ছেলে রাকিব, মৃত লয়ম উদ্দিন ছেলে শাহাৎত হোসেন, সাজ্জাদ হোসেন হাতে বাঁশের লাঠি হাসুয়া, কোদাল নিয়ে হযরত বেলালের রোপনকৃত ধানের ক্ষেতের চারা নষ্ট করে। বাদীগণ সংবাদ পেয়ে ধান ক্ষেতে গিয়ে ধান ক্ষেতের চারা নষ্ট করতে নিষেধ করলে আব্দুল হামিদ বাদীদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে এক পর্যায়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ক্ষেতের রোপনকৃত ধান চারা নষ্ট করে চলে যায়।
বাদী হযরত বেলাল হোসেন জানান আব্দুল হামিদ এলাকায় ভূমি দস্যু হিসাবে পরিচিত তার নেতৃত্বে আমার জমির রোপনকৃত ধানের চারা নষ্ট করেছে যার ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ হাজার টাকা।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) এস এম আবুল কাশেম আজাদ জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ