নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়েছে। আটককৃকতার হলো, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার রুবেলের ছেলে আল আরাফাত (১৯) ও এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকার আশরাফুলের ছেলে শাকিল আহম্মেদ (১৯)। আজ সোমবার ভোর ৪টার দিকে তাদের আটক করে মোজনপুর থানা পুলিশ। এ ছাড়া একটি চাকুও জব্দ করা হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর ৪টার দিকে মোহনপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২ জন ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের নিকট হতে
একটি চাকু জব্দ করা হয় এবং ছিনতাইকৃত একটি মোটর সাইকেল, একটি মোবাইল সেট ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। উল্লেখ্য, মোহনপুর থানার আশরাফুলের ছেলে ফারুক মন্ডল ৩১ মে রাত ১১টার দিকে রাজশাহী শহর হতে নিজ বাড়িতে ফিরার পথে মোহনপুর থানাধীন বরইকুড়ি নামক স্থানে পৌঁছালে গ্রেফতারকৃত ছিনতাইকারী দুজন চাকু দিয়ে আঘাত করে ফারুকের নিকট হতে একটি মোটর সাইকেল, একটি ব্যাগ (ব্যাগে ২০,০০০/- টাকা ছিল) ও একটি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে দুজন ছিনতাইকারীকে গ্রেফতার করাসহ মোটর সাইকেল, ব্যাগ ও মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
এমকে