নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে ছেলের অবহেলার কারণে আগুনে পুড়ে শতবছরের এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। এমন অভিযোগ করলেন ওই বৃদ্ধার দুই মেয়ে আনোয়ারা ও রেজিয়া বেগম। ঘটনার পর থেকে ছেলে দবির কবিরাজ পলাতক রয়েছে।
জানা গেছে, নিহত ফাতেজান বিবি মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের হাটরা ফরিদপুর গ্রামে মৃত কবির কবিরাজের স্ত্রী। নিহত ফাতেজান বিবির দুই মেয়ে আনোয়ার ও রেজিয়া বেগম জানান, তারা এক ভাই দুই বোন। তাদের মধ্যে ভাই সবার বড়। তার বাবার মৃত্যুর আগে ৯ বিঘা জমির মধ্যে সাড়ে ৪ বিঘা জমি বড় ভাই দবির কবিরাজকে রেজিস্ট্রারি করে দেন।
বাবার মৃত্যুর পর বাকি সাড়ে ৪ বিঘা জমি মা ফাতেজান বিবি দুই মেয়েকে রেজিস্ট্রারি করে দেন। তখন থেকে বৃদ্ধা ফাতেজান বিবি তার দুই মেয়ের বাড়িতে থাকতেন। ছেলে দবির কবিরাজকে বাদ দিয়ে দুই মেয়েকে জমি রেজিস্ট্রারি করে দেয়ার তথ্য প্রকাশ পেলে ওই সময় থেকে বৃদ্ধা মায়ের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন ছেলে দবির কবিরাজ। প্রায় পাঁচবছর ধরে দবির কবিরাজ তার বৃদ্ধা মাকে তার বোনের বাড়ি থেকে নিয়ে এসে তার বাড়িতে রেখে মানসিক নির্যাতন করতে থাকেন।
বাড়িতে বিদ্যুৎ থাকলেও বৃদ্ধা মায়ের রুমে কোন আলোর ব্যবস্থা ছিল না। বৃদ্ধা ফাতেজান বিবি তার রুমে বাতি জ¦ালিয়ে থাকতেন। গত বুধবার রাতে বাতি থেকে ওই বৃদ্ধার শরীরে আগুন লেগে তিনি আহত হন। কোন চিকিৎসা ছাড়াই সারাদিন রুমে মধ্যে পড়ে থাকেন বৃদ্ধা। গত বুধবার রাতে যেকোন সময় তিনি মারা যান। ঘটনার পর থেকে ছেলে দবির কবিরাজ পলাতক রয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, থানায় ইউডি মামলা হয়েছে। নিহতের শরীরে আগুনে পুড়ার দাগ রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
খবর২৪ঘন্টা/নই