1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মোহনপুরে গৃহবধূকে উত্ত্যক্ত করায় মূল হোতাসহ তিনজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

মোহনপুরে গৃহবধূকে উত্ত্যক্ত করায় মূল হোতাসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে গৃহবধূকে যৌন হয়রানি ও উত্ত্যক্ত করার অপরাধে মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গৃহবধূ বাদি হয়ে তিনজনকে আসামি করে মোহনপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার সূত্র ধরে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, উপজেলার ধুরইল তালেবপাড়া গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীকে একই গ্রামের প্রতিবেশী জিয়ারুল ইসলাম রাস্তা-ঘাটে উত্ত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ২১ জুন বেলা ২ টার সময় গৃহবধূ গোসলখানায় গোসল করতে যায়। ওই সময় আসামি শিমুল ও কালামের সহযোগিতার মূলহোতা জিয়ারুল ইসলাম প্রথমে কু-প্রস্তাব দেয়। গৃহবধূ কু-প্রস্তাবে রাজি হলে তাকে যৌন হয়রানিসহ উত্ত্যক্ত করতে থাকে। ওই সময় গৃহবধূর চিৎকারে আশপাশে লোকজন ছুটে আসলে আসামিরা পালিয়ে যায়।
সোমবার রাতে থানায় মামলার পর অভিযান চালিয়ে মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ধুরইল তালেবপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে জিয়ারুল ইসলাম (২৪), আবদুস সালামের ছেলে শিমুল (২২) ও আবদুল হামিদের ছেলে কালাম (৩০)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, আসামিদেরকে জেল- হাজতে প্রেরণ করা হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST