নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরে নাশকতার চেষ্টাকালে জিহাদী বই ও ৪টি ককটেলসহ উপজেলা জামায়াতের রোকন আব্দুল হালিম (৩৮) কে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে তাকে উপজেলার মতিহার গ্রাম থেকে আটক করা হয়। আটক জামায়াত নেতা ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে
রাজশাহীর মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন জানান, গত সোমবার গভীর রাতে মোহনপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মতিহার গ্রামে জামায়াত নেতা হালিমের বাড়িতে অভিযান চালিয়ে ৪টি ককটেল ও জিহাদী বইসহ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মোহনপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।