রাজশাহী (মোহনপুর) প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর অভিযান চালিয়ে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এ এস আই মেহেরুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত আসামী হলেন উপজেলার ধূরইল ইউনিয়নের ভীমপাড়া পালশা গ্রামের মৃত নফর সরদারের ছেলে তোফাজ্জল হোসেন তোফা (৩৮)
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল হোসেন জানান,আসামী তোফার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট এবং ভ্রাম্যমান আদালতের ৬ মাস সাজা আদেশ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন