মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে ইয়াবাসহ নাজমুল হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মাদক ব্যবসায়ী নাজমুল হোসেন উপজেলার মহিষকুন্ডি গ্রামের মৃত অাবদুল খালেকের ছেলে। গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার সময় ৪৭০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, শনিবার রাতে নাজমুল হোসেন নিজ এলাকায় ইয়াবা বিক্রির করছিলেন; এ তথ্য পেয়ে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪৭০ টি ইয়াবা উদ্ধার করা হয়। রাতে র্যাবের পক্ষ থেকে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশ নাজমুল হোসেনকে একাধিকবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল। জামিনে বের হয়ে এসে আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
খবর২৪ঘন্টা/নই