নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরে ৬০ পিস ইয়াবাসহ কলেজ অধ্যক্ষ শামসুজ্জোহা ওরফে বেলাল (৪৩)সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর ৩টা ১০মিনিটের দিকে উপজেলার বসন্তপুর গ্রাম থেকে আটক করা হয়। তিনি মোহনপুর উপজেলার মৌগাছি কলেজের অধ্যক্ষ ও উপজেলার খাড়ইল গ্রামের মৃত আব্বাদুর রহমানের ছেলে। অপর আটককৃত ব্যক্তি হলো, উপজেলার বসন্তপুর
গ্রামের কচিমুদ্দিনের ছেলে বাবুল হোসেন ওরফে বাবু (৩৫)। রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলেজ অধ্যক্ষ শামসুজ্জোহা ওরফে বেলাল ও বাবুলকে ৬০ পিস ইয়াবাসহ আটক করে। কলেজ অধ্যক্ষ এর আগে আরো দুইবার ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিল। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে