1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মোশাররফ ও সহিদুলকে রাষ্ট্রদূত নিয়োগ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

মোশাররফ ও সহিদুলকে রাষ্ট্রদূত নিয়োগ

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলা, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুইয়া এবং বিমসটেক মহাসচিব মো. সহিদুল ইসলামকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সাবেক জ্যেষ্ঠ সচিব মোশাররফকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য রাষ্ট্রদূত পদে চুক্তিতে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর বিমসটেকের মহাসচিব পদে চুক্তিতে নিয়োজিত পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহিদুলের অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

এই দুই কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়ে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন তাদের রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করবে।

২০১০ সালের ৩ ফেব্রুয়ারি সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পাওয়া মোশাররফ ওই বছরের ২৯ জুলাই পদোন্নতি পেয়ে সচিব হন।

তখনই পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ উঠলে দুর্নীতি দমন কমিশন মামলা করে। তাতে প্রধান আসামি করা হয়েছিল মোশাররফকে।

মামলা ও গ্রেপ্তার হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করেছিল সরকার। তবে জামিনে মুক্ত হওয়ার পর চাকরি ফিরে পান তিনি।

চাকরিতে ফেরত আসার পর মোশাররফ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান এবং প্রাইভেটাইজেশন কমিশনের সদস্যের দায়িত্ব পালন করেন।
২০১৪ সালের ২৬ অক্টোবর শিল্প সচিব পদে নিয়োগ পান তিনি। ২০১৬ সালের ১১ এপ্রিল পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করা হয় তাকে।

২০১৬ সালের ৩০ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল মোশাররফের। এর একদিন আগে ২৯ জুন তার পিআরএল বাতিল করে এক বছরের চুক্তিতে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নিয়োগ দেয় সরকার।

এরপর দুই বছরের চুক্তিতে এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার ও অ্যাসাইনমেন্ট অফিসার নিয়োগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফটোগ্রাফার এবং অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দুইজনকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

আলোকচিত্রী এম এম গোর্কিকে গ্রেড-৫ এর সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৬৯ হাজার ৮৫০ টাকা মূল বেতনে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ ফটোগ্রাফার পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

আর আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) গ্রেড-৯ এর সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকা মূল বেতনে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এদের নিয়োগ কার্যকর থাকবে বলে আদেশে বলা হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST