মোদিকে আবারও ক্ষমতায় দেখতে চায় পাকিস্তানের আইএসআই!
প্রকাশের সময় :
রবিবার, ৩১ মারচ, ২০১৯
খবর ২৪ ঘণ্টা ডেস্ক:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও ক্ষমতায় দেখতে চায় পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান এএস দুলাত এবং পাকিস্তান আইএসআইয়ের সাবেক প্রধান লে. জেনারেল আসাদ দুররানি যৌথভাবে একটি বই লিখেছেন। দুই দেশের সাবেক দুই গোয়েন্দা প্রধানের যৌথভাবে লেখা ‘দ্য স্পাই ক্রনিক্যালস’ শিরোনামে এই বইয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।