1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৫ মে ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আনজির আহমেদ প্রান্তিক ও আলভী মেহেদী নামে দুই কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রান্তিক (২০) রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের ও আলভী (২০) দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলো। নবাবগঞ্জ-ঢাকা আন্তঃমহাসড়কের কাশিমপুরে প্যারাগন হাসপাতালের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

জানা যায়, শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় আলভীর মৃত্যু হয়। এর আগে একই দুর্ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর আরেকটি বেসরকারি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রান্তিক। নিহত প্রান্তিক নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের বাগমারা গ্রামের মহসিন উদ্দিন পলাশের ছেলে ও আলভী একই ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. আজমের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবী প্রান্তিকের ও আলভীর অকাল মৃত্যুতে শোকের মাতম এখন ওদের এলাকাজুড়ে। সব মিলিয়ে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রান্তিকের মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। আর শনিবার বেলা ১২টার দিকে নিয়ে আসা হয় আলভীর লাশ। নিহতদের পরিবার সূত্রে জানা যায়, প্রান্তিকের মা বারণ করা সত্ত্বেও গত বৃহস্পতিবার থার্টি ফার্স্টের রাতে ঘনিষ্ঠ বাল্যবন্ধু আলভীর ডাকে সারা দিয়ে বাবার কাছ থেকে মোটরসাইকের চাবি নিয়ে ঘুরতে বের হয় দুই বন্ধু। প্রান্তিক

মোটরসাইকেল চালাচ্ছিল আর আলভী পেছনে বসা ছিল। ঘুরাঘুরি শেষে রাত ১১টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ির  ফেরার পথে কাশিমপুরে প্যারাগন হাসপাতালের সামনের আঞ্চলিক প্রধান সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে তারা দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সঙ্গে সঙ্গে তাদের দুজনকে রাজধানীর দুই হাসপাতালে নেওয়া হয়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. লিয়াকত জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে রেখেছে। আজ শনিবার জানাজা শেষে নিহত দুইজনের মরদেহ দাফন করা হবে

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST