নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও জেলায় নারী ও শিশু ধর্ষণসহ অপরাধ বেড়ে যাওয়া উদ্ভেগ প্রকাশ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা লফস্। বৃহস্পতিবাল লফস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মে মাসে রাজশাহীতে ২ হত্যা, ৭ আত্মহত্যা, ১৫ আত্মহত্যার চেষ্টা, ধর্ষণ-যৌন নির্যাতন ও ১৮ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে, রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী এলাকায় ভাইকে বেধে রেখে বোনকে গণধর্ষণ, নগরীতে আশা খাতুন (১৬) নামের কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, রাজশাহীতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্যে ১৫ জন ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, কাটাখালী পৌরসভার এলাকায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ,
পুঠিয়ায় আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, নগরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চারঘাটে গলায় ফাঁস দিয়ে শাপলা খাতুন (১৫) এর আত্মহত্যা, পুঠিয়ায় কীটনাশক পানে ৯ম শ্রেণির ছাত্রী আয়েশা খাতুন (১৫) আত্মহত্যা, নগরীতে ক্লিনিকের ছাদ থেকে লাফ দিয়ে সাথী খাতুন (১৮) নামের কলেজছাত্রীর আত্মহত্যা, বাঘায় উত্যাক্তের প্রতিবাদ করায় তিনজনকে কুপিয়ে জখম, পবায় মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, মোহপুরে ৯ বছরের শিশু তাঁর বাবার হাতে ধর্ষণের অভিযোগ, গোদাগাড়ীতে চেয়ারম্যানের বিরেুদ্ধে নারী ইউপি সদস্যকে শ্লীলতাহানির অভিযোগ, নগরীর মেহেরচন্ডীর উত্তরপাড়ায় নিশাত আরা মিতু (২১) কে যৌতুকের জন্য নির্যাতন, নগরীতে এনজিও কর্মীর বিরুদ্ধে নারী সদস্যকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ,
প্রেমের টানে খুলনা থেকে রাজশাহী এসে গণধর্ষণের শিকার এক নারী, বেলপুকুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, নগরীতে তালাকপ্রাপ্তা স্ত্রীকে মারধর করে শিশু ছিনিয়ে নেওয়ার চেষ্টা, তানোরের চান্দুরিয়া ইউপির জুড়ারপুর গ্রামে পারিবারিক কলহের জেড় ধরে স্ত্রীকে হত্যা, স্বামীর উপর অভিমান করে দুর্গাপুর চায়না খাতুন (২৪) বিষপানে আত্মহত্যা, বাগমারায় স্বামীর নির্যাতনে প্রাণ গেল স্ত্রী শিখা বেগমের, নগরীর পশ্চিম বুধপাড়া এলাকার তানিয়া (১৮) নামের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, নগরীর শাহীন ক্যাডেট কোচিং সেন্টারের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ, বাঘায় গৃহবধুকে লাঞ্ছিত করে টাকা ও মালামাল লুট, পবায় রানী বেগম কে নির্যাতন।
খবর২৪ঘণ্টা/এমকে