সৎ মেয়েকে ধর্ষণের দায়ে রাজশাহীর আদালতে নজরুল ইসলাম (৫০) নামের একব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক মনসুর আলম। সাজাপ্রাপ্ত আসামি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাজে সিলিন্দা এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশেদ উন নবী আহসান জানান, গত ২০১৮ সালে ১৪ মে নিজ বাড়িতে ১৫ বছর বয়সের কিশোরীর গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করে। এতে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে নলকুপে পানি আনতে গিয়ে পড়ে গিয়ে গর্ভপাত ঘটে। এর পর বিষয়টি জানাজানি হলে ২০১৯ সালে ১৫ ফেব্রুয়ারি কিশোরীর মা রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পুলিশ আসামীকে আটক করে। আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
এস/আর