জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তাকে রাজশাহী জেলা আদালতে নেওয়া হয়। এর আগে বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় র্যাবের কাছ থেকে আব্বাসকে গ্রহণ করে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল। পরে রাতেই তারা রাজশাহী এসে পৌঁছান।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করে বলেন,
গতকাল বুধবার (১ ডিসেম্বর) ভোরে রাজধানীর কাকরাইলে অবস্থিত আবাসিক হোটেল রাজমনি ঈশা খাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিএ/