সংবাদ বিজ্ঞপ্তি : করোনা আক্রান্তদের পাশে রাজশাহী সিটি কর্পোরেশনে মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উপহার করোনা আক্রান্তদের বাড়ী বাড়ী পৌছে দিলেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল হোসেন এখন পর্যন্ত ৩ নং ওয়ার্ডে ২৫ টি পরিবার করোনায় আক্রান্ত হয়েছে স্বাস্থ বিধির মেনে সে সকল পরিবারকে লকডাউন করা হয়েছে । ইতিপূর্বে তাদের মাঝে সহায়তা করেছেন মোঃ কামাল হোসেন । ওয়ার্ড কাউন্সিলর বলেন বিশ্বব্যাপী করোনা মহামারিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন ভাই নিরলস পরিশ্রম করে চলেছেন সে ধারাবাহিকতায় আমরা সকলেই আপ্রান চেষ্টা করে চলছি। মাননীয় মেয়র মহোদয়ের উপহারের সাথে আজ ৩নং ওয়ার্ডের ২০০ পরিবারের মাঝে ৫ টি করে মাস্ক সাবান ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেন ৩ নং ওয়ার্ড কাউন্সির মোঃ কামাল হোসেন । মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উপহার সামগ্রীর মধ্যে ৩০ কেজির এক বস্তা চাল, আরেক বস্তায় ১৩ পদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। বস্তার উপরে চিরকুটে লেখা ‘ভয় নেই, আমরা আপনার পাশে আছি, সুস্থতা কামনায় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন’।
বিশেষ খাদ্য প্যাকেজের তালিকা রয়েছে, ৩০ কেজির এক বস্তা চাল, ৫ কেজি আটা, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ৩ লিটার তেল, ১ কেজি লবন, ৫০০গ্রাম সুজি, ৫০০গ্রাম আদা, ৫০০গ্রাম রসুন, ২০০গ্রাম চা, ৫০ গ্রাম লং ও ২টি সাবান। ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন সকলকে ধৈর্য সহকারে বর্তমান পরিস্থিত মোকাবেলা করা এবং সকলের পাশে থাকার অঙ্গীকার করে বলেন আমি আমৃত্যু আমার এলাকার মানুষের সাথে পাশে থেকে কাজ করে যাব ওয়ার্ডবাসী সকলকে স্বাস্থ বিধি মেনে চলার আহ্বান জানান তিনি । এসময় উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড কাউন্সির সচিব মোঃ আহাদ আলী, কাউন্সিলর কামাল হোসেনের বড় ছেলে মো: সোহান সান শাকিল শিমুল ।
এমকে