খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর ২৮ দিন। এর মধ্যে আবারো নতুন করে হুমকি দিল ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। একটি গ্রাফিক্স ছবিতে মেসি ও রোনালদোর ছিন্ন মস্তক দেহ মাঠে পড়ে থাকতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই মাঠ তোমাদের রক্তে ভরে যাবে।’
সারা পৃথিবীর ২১১টি দেশ ফুটবল খেলে। তারমধ্যে ১৯৩ টি দেশ ইউএন’র নথিভুক্ত। তাই যখন চার বছর অন্তর বিশ্বসেরার ফুটবল যুদ্ধ হয় তখন তা নিয়ে উন্মাদনা চরম পর্যায়ে পৌঁছায়। এর আগেও বিশ্বকাপ আয়োজন বন্ধে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিল আইএস। তারই অংশ হিসেবে মেসি-রোনালদোর এই ছবিটি এবার সামনে এনেছে সিক্সগিল।
১৪ জুন থেকে ১৫ জুলাই একমাস ধরে চলবে বিশ্বকাপের আসর। তাই এই সময়ে বড় হামলা করে নজরে পড়তে চাইছে ওঝওঝ। এই বিশ্বকাপে ‘লোন অ্যাটাকার’র মাধ্যমে হামলার ছক কষছে তারা। এখন ভয়ানক ছবি প্রকাশ করে দর্শকদের মনে ভীতি ছড়াচ্ছে আইএস।
খবর২৪ঘণ্টা.কম/নজ