খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে আগামী ৯ জুন ইসরায়েলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপের আগে যেটি হবে মেসিদের শেষ প্রস্তুতি ম্যাচ।
কিন্তু ফিলিস্তিনের ফুটবলার মোহাম্মদ খলিল ইসরায়েলি স্নাইপারের আঘাতে পা হারানোয় তিনি মেসিদের না করছেন ইসরায়েলের বিপক্ষে মাঠে নামতে। মেসিকে বার্তা দিয়ে খলিল বলেছেন, ‘আর্জেন্টিনার পুরো দলকে বলব, ইসরায়েলের বিপক্ষে মাঠে নেমোনা তোমরা। বিশেষ করে মেসিকে বলব, কারণ গাজা উপত্যকায় সে ভীষণ জনপ্রিয়। তোমরা যাদের বিপক্ষে নামছো তারা আমাদের দেশের মাটি দখল করে রেখেছে।’
জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার জের ধরে খলিল গত এপ্রিলে অংশ নিয়েছিলেন একটি বিক্ষোভ মিছিলে। আর সেখানেই ‘সেলফি’ তোলার সময় খলিলের পায়ে আঘাত হানে ইসরায়েলি সেনাদের বুলেট। ফিলিস্তিনি ফুটবল ক্লাব আল-সালাহতে খেলতেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ