খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: লিওনেল মেসির দারুণ হ্যাট্রিকে লা লিগায় শনিবার লেগানেসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপার আরও একধাপ কাছে এগিয়ে গেলো বার্সেলোনা।
ম্যাচের শুরুতে ২৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। বাঁকানো ফ্রি-কিকে অধিনায়ক মেসি বাঁ পায়ের জাদুতে কোনা বরাবর বল জালে পাঠান।
৩২তম মিনিটে আবারও জ্বলে উঠলেন মেসি। ফিলিপে কৌতিনিয়োর বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডারকে সুযোগ না দিয়ে বাঁ-পায়ের শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন পাঁচ বারের বর্ষ সেরা এই ফুটবলার।
এরপর ৬৮তম মিনিটে নাবিল এল জারের গোলে ব্যবধান কমায় লেগানেস। ডি-বক্সের মুখ থেকে নিচু শটে তিনি গোলটি করেন।
৭৪তম মিনিটে বার্সার সামনে দারুণ সুযোগ আসে। কিন্তু স্প্যানিশ গোলরক্ষক ইভান কুয়েয়ার লক্ষ্যভ্রষ্ট শট করে দলকে হতাশ করেন।
ম্যাচের ঠিক ৮৭তম মিনিটে হ্যাট্রিক করেন দলের সেরা তারকা মেসি। উসমান দেম্বেলের বাড়ানো বল গোলরক্ষকের উপর দিয়ে আস্তে করে জালে ঠেলে দেন এ তারকা। এ লিগে এবারের মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৯ গোল করেছেন মেসি।
এদিকে শুধু তিন পয়েন্ট তুলে নেওয়াই নয়, লা লিগায় টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসিয়েছে কাতালানরা। ১৯৮০ সাল থেকে লা লিগায় ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি এককভাবে ধরে রেখেছিলো রিয়েল সোসিয়েদাদ।
এ জয়ের ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্টের ব্যবধান গড়ে ফেললো বার্সলোনা। ৩১ ম্যাচ খেলে টেবিলের শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৭৯।
খবর২৪ঘণ্টা.কম/রখ