খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: সেভিয়ার মাঠে সবমিলে ম্যাচটি আক্ষরিক অর্থেই মেসিময়। এবারও ফুটবল জাদুকরের জাদুতেই সেভিয়ার মাঠ থেকে ৪-২ গোলের জয় নিয়ে ফিরল বার্সেলোনা।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে খেলতে থাকে সেভিয়া। বিশেষ করে বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে ঠেকাতে মরিয়া ছিলেন সেভিয়ার ডিফেন্ডাররা। এদিকে রোমাঞ্চ ছড়ানো এই লড়াইয়ে দুইবারই গোল শোধ করলেন লিওনেল মেসি। এমনকি জয়সূচক গোলটিও করলেন। আর এতে করে বর্ণাঢ্য ক্যারিয়ারে অনন্য মাইলফলকে পৌঁছালেন এ আর্জেন্টাইন। ৫০তম হ্যাটট্রিক। শেষদিকে সুয়ারেজকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। ফলে সেভিয়ার মাঠ থেকে দারুণ জয় নিয়ে ফিরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
খবর২৪ঘণ্টা, জেএন