1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মেসির হাতে বিশ্বকাপ দেখছেন ম্যারাডোনা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

মেসির হাতে বিশ্বকাপ দেখছেন ম্যারাডোনা

  • প্রকাশের সময় : শনিবার, ২ জুন, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্কদিয়েগো ম্যারাডোনার মন বোঝার সাধ্য কার! কোনটা তার রাগের কথা আর কোনটা ভাবের, তা শুধু অন্তর্যামীই জানেন। এই তো দিন কয়েক আগেই আর্জেন্টিনা বিশ্বকাপ দলের সমালোচনা করে তুমুল শোরগোল তুলেছিলেন ম্যারাডোনা। বলেছিলেন, আর্জেন্টিনার এই দলের কোনো নেতা নেই, পরিকল্পনা নেই, আশা নেই, দিশা নেই।

তিনি জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই মেসিদের ছিটকে যাওয়ার শঙ্কার কথা। সপ্তাহ না ঘুরতেই সেই ম্যারাডোনার কণ্ঠে একেবারে উল্টো সুর। আগের কথাগুলো হয়তো ক্ষোভ থেকে বলেছিলেন ৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহানায়ক।

এবার বললেন হৃদয়ের কথা। আসন্ন রাশিয়া বিশ্বকাপে বহু আরাধ্য সোনালি ট্রফিটা মেসিদের হাতেই দেখছেন ম্যারাডোনা! দলের স্বপ্নসারথির ওপর থেকে পাহাড়সম প্রত্যাশার চাপ কমাতে জোর গলায় বললেন, ‘আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির কিছু প্রমাণ করার নেই।’

নিজেকে প্রমাণ করার শুধু একটি ক্ষেত্রেই আগের অবস্থানে আটল আছেন ম্যারাডোনা। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিটের কাতারে দেখছেন না তিনি। সেই না দেখার ব্যাখ্যাটাও বেশ চমকপ্রদ, ‘আমি মনে করি, এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে। কিন্তু আমি তাদের ফেভারিট হিসেবে দেখি না। কারণ ফেভারিটরা কখনই জেতে না।’

২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে স্বপ্নভঙ্গের পর টানা দুটি কোপার ফাইনালে হেরেছে মেসির আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে কিছু জিততে না পারায় মেসিকে ঠিক ম্যারাডোনার কাতারে রাখতে আপত্তি অনেকেরই।

কিন্তু খোদ ম্যারাডোনাই বলছেন, ‘দেশের জার্সিতে কারও কাছে কিছু প্রমাণের নেই মেসির, বিশ্বকাপ জিততে পারুক আর না পারুক সমালোচকদের বাজে কথা ভুলে যেতে হবে তাকে। ওসব কানে তোলার দরকার নেই। মেসির প্রতি আমার উপদেশ থাকবে, খেলা চালিয়ে যাও এবং উপভোগ কর। নতুন করে আর কিছুই প্রমাণ করার নেই তোমার। শুধু মনের আনন্দে খেলে যেতে হবে।’

আর্জেন্টনাইন কোচ সাম্পাওলি সম্পর্কে ম্যারাডোনা বলেন, ‘আমি তাকে চিনি না। জানি না সে কীভাবে দলকে খেলায়। কিন্তু আমি দলের অনেক খেলোয়াড়কে জানি, যারা তাদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত।’

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST