খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: অলিম্পিক রোমা স্টেডিয়ামে ৮২ মিনিতে মানোলাস হেডে হলো ঠিক তখন যেন আনন্দের জনসমুদ্রে পরিণত হয়েছিল রোমা স্টেডিয়াম। লিওনেল মেসিদের চোখের জলে ভাসিয়ে প্রথম লেগ ১-৪ গোলে হেরেও দ্বিতীয় লেগ ৩-০ গোলে জিতে অ্যাওয়ে গোলের সুবাদে সেমিতে উঠে গেল রোমা।
ম্যাচের শুরু থেকেই তেমন সুবিধা করতে পারেনি ভালভার্দের দল। যার দরুন ম্যাচের ৬ মিনিটের মাথাতেই জেকোর গোলে এগিয়ে যায় রোমা। ২৬ মিনিটে জেকোর আরো একটি শট গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। ৪১ মিনিটে বার্সেলোনা ফ্রি কিক পেলেও সেটিকে গোলে রূপান্তর করতে পারেননি লিওনেল মেসি।
৫৭ মিনিটে রোমার স্ট্রাইকার জেকোকে ডিবক্সের ভেতর পিকে ফাউল করলে পেনাল্টি পায় রোমা। সেখান থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ড্যানিয়েল দি রসি।
খেলার ৮২ মিনিটে মানোলাসের গোলে বার্সেলোনার স্বপ্নভঙ্গ হয়। এই ম্যাচে একদমই নিষ্প্রভ ছিলেন বার্সেলোনার প্রাণভোমড়া মেসি। যখন দলের সব থেকে বেশি প্রয়োজন ছিল তাকে তখনই জ্বলে উঠতে ব্যর্থ হলেন তিনি। এই হারের ফলে বার্সেলোনার ট্রেবল জয়ের স্বপ্নও ধূলিসাৎ হয়ে যায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ