খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃপ্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন। করোনা দুর্যোগের নিয়ম উপেক্ষা করে মেসির জন্মদিন উদযাপন করতে এক কফি হাউজে জড়ো হন ১৫ ভক্ত। এতে জরিমানা গুনেছেন তারা।
বুধবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ একটি কফি হাউজে জমিয়ে আড্ডা দেয়া অবস্থায় তাদের জরিমানা করা হয়।
জানা গেছে, করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও নিয়ম মানার বিষয় পর্যবেক্ষণ করতে রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহলদল ঘুরে ঘুরে দেখছিলো। তখন কফি হাউজে সামাজিক দূরত্ব না মেনে ১৫ জনকে বসা অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে শুনানি শেষে ওই ১৫ জনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। এ সময় দোকানদারকে রাতে দোকান খোলা রাখায় ছয় হাজার জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন বলেন, একটি কফি হাউজের সামনে বসা অবস্থায় ১০-১৫ জনকে দেখতে পাই। এক স্থানে জড়ো হওয়ার কারণ জানতে চাইলে তারা জানায়, মেসির জন্মদিন উদযাপনের জন্য জড়ো হয়েছিল। মেসির জন্মদিন উপলক্ষে চা-কফি, চিকেন ফ্রাই খায় তারা। রাতে একে অপরের শরীর ঘেঁষে বসেছিলেন সবাই। তাই সামাজিক দূরত্ব বজায় রাখেননি তারা।
এদিকে চুয়াডাঙ্গায় এখনো ১৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।খবর২৪ঘন্টা /এবি