খবর ২৪ঘণ্টা ডেস্ক: ফুটবলের রাজপুত্র মেসির জন্মদিনে দুস্থ শিশুদের পাতে অন্ন তুলে দিচ্ছে শহরের এক ফুটবল ফ্ল্যান ক্লাব৷ ২৪ জুন ৩১ বছরে পা দিচ্ছেন আর্জেন্তাইন অধিনায়ক লিওলেন মেসি৷ লিও’র জন্মদিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্লগরানা নামের বার্সেলোনা ফ্যান ক্লাব৷ ৫০ এর বেশি দুস্থ শিশুর পাতে অন্ন তুলে দিচ্ছে তারা৷
মেসি ভক্তদের পক্ষ থেকে রবিবার পাটুলির কিশোরবাহিনী হলে দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে৷ সেখানেই প্রথমে ৫০টি দুস্থ শিশুর হাতে তুলে দেওয়া হবে আর্জেন্তিনা ও বার্সেলোনার জার্সি৷ ছেলেদের জন্য থাকছে জার্সি-প্যান্ট আর মেয়েদের জন্য জার্সির সঙ্গে ট্র্যাকশ্যুটের ব্যবস্থা করা হয়েছে৷ ছোটদের জন্য থাকছে চকোলেট৷
জার্সি বিতরণ পর্বের পর মেসির জন্মদিন উপলক্ষ্যে ৫ পাউন্ডের কেক কাটা হবে৷ এই বিশেষ কেক তৈরি হয়েছে আর্জেন্তিনা ও বার্সেলোনার জার্সির রঙে৷ গোটা একটা ফুটবল মাঠকে কেকের আকৃতিতে তুলে ধরা হয়েছে৷ রয়েছে গোলপোস্ট, মাঝমাঠ, ডি-বক্স৷ কেকের একদিক আর্জেন্তিনা আর অন্যদিক বার্সেলোনার রঙে সাজানো৷
কেক কাটার পর দুস্থ শিশুদের খাওয়ানোর অনুষ্ঠান৷ মেনুতে রয়েছে ভাত, ভাল, আলু ভাজা আর চিকেন কষা৷ ফুটবল অনুরাগীদের এই ক্লাবের এক মেসি ভক্তই চিকেনের আয়োজন করেছে৷ সঙ্গে অন্য এক মেসি ভক্তের উপহার মিষ্টি৷ ৩৫০টি মিষ্টি স্পনসর করছে ফ্যান ক্লাবের এক লিও ভক্ত৷
খবর ২৪ঘণ্টা/ নই