নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয়বারের সভাপতি নির্বাচিত হওয়ায় সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) রাজশাহী শাখা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজশাহী জেলা ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার নেতৃবৃন্দ। বুধবার দুপুরে নগর ভবনে মেয়রকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ। এ সময় মেয়র বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মেয়রকে শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, বিএমএ রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. এবি সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. নওশাদ আলী, স্বাচিপ রাজশাহী জেলার সভাপতি প্রফেসর ডা. চিন্ময় কান্তি দাস, সাধারণ সম্পাদক ডা. নাসিম আখতার এরিনা, রামেক স্বাচিপ শাখার সভাপতি প্রফেসর ডা. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মাহবুবুর রহমান খান বাদশাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন ডা. সুব্রত ঘোষ, ডা. গোলাম মোস্তফা, ডা. রকিব সাদী, ডা. জয়তু খুরশিদ, ডা. অঙ্কুর সান্যাল, ডা. তন্ময়, ডা. সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই