পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবসৃষ্ট বেলপুকুর থানার উদ্বোধন করা হয়েছে। নবগঠিত এ থানাটি পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন নিয়ে গঠিত। থানাটি বর্তমানে বেলপুকুরের জামিরা বিলমিল্লাহ ডাল মিলের ঢালান সংলগ্ন একটি ভাড়া বাড়িতে তার যাত্রা শুরু করে।
জানাগেছে, গতকাল বৃহম্পতিবার দুপুর ১২টার সময় উদ্বোধনী অনুষ্ঠানে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপ-পুলিশ কর্মকর্তা পূর্ব আরএমপি রাজশাহী মোঃ সাজিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূর্ব জেলা অতিরিক্ত কমিশনার মোঃ হাতেম আলী। এয়াড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি কাজী শরিফ, সুমনুজ্জামান সুমন, শাজাহান আলী প্রমুখ। বেলপুকুর থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম ছাড়াও ২ জন এস.আই, ৫ জন এ.এস.আই ও ১৪ জন কনস্টেবল দায়িত্ব পালন করবেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ