নিজস্ব প্রতিবেদক: লকডাউন উঠে যাওয়ার পর কিছুদিন ব্যবসা ভালই হচ্ছিল, হটাৎ করেই আবারো ব্যবসা মন্দা দিকে চলে যাচ্ছে। করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়ে যাওয়ায় এমন অবস্থা হয়েছে। এ কারণে ব্যবসা পরিবর্তনের কথাও চিন্তা করছি।
রাজশাহীর লেবু কনফেকশনারীর মালিক শামিম হোসেন কথাগুলো বলছিলেন।
তিনি বলেন, করোনাকালীন সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হোটেল ও কনফেকশনারী। ৫মাস ধরে ব্যবসা বন্ধ থাকার কারণে অনেক হোটেল ও কনফেকশনারী বন্ধ হয়ে গেছে। আমি খুব কস্ট করে ধরে রেখেছি। কিন্তু বর্তমানে ব্যবসায় অনেক মন্দার সৃষ্টি হয়েছে। মানুষ বাইরের কোন জিনিষ খেতে চাইনা।
তিনি আরও বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান খাবারের। লোকজন যদি না কেনে তবে এগুলো নষ্ট হয়ে যায়। একটি কেক কতদিন রাখা যায়। কেক যদি কেউ না কেনে তাহলে এটি নষ্ট হবে। এভাবে প্রতিদিন অনেক জিনিষই নষ্ট হয়ে যাচ্ছে।পুরো লসের মধ্যে প্রতিদিন যাচ্ছে।
শামিম বলেন, ব্যবসায় টিকিয়ে রাখা কস্ট হয়ে যাচ্ছে। পরিস্থিতি ভালো না হলে ব্যবসা পরিবর্তন করতে হবে।
শামিম বলেন, সংসার তো আমাদেরও আছে। ব্যবসা কওে যদি সংসার না চালানো না যায় তবে সেই ব্যবসা করে কি লাভ । তিনি বলেন, করোনা মৃত্যু ওআক্রান্তের সংখ্যা কমে গেলে ব্যবসা আগের মতন হবে নইতো না।
তিনি আরো বলেন, সামনে শীতে করোনা বাড়তে পারে, তাহলে আমাদের কি হবে এ নিয়ে চিন্তিত আছি। হয়তো তখন ব্যবসা পরিবর্তন করতে হতে পারে।
খবর২৪ঘন্টা/নই