আজ বুধবার বিকেলে রাজশাহীর এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে রাজশাহী জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় সুনকা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এর সহযোগিতায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী জেলা দাবা সমিতির আয়োজনে মুুজিব শতবর্ষ রাজশাহী জেলা রেটিং দাবালীগ প্রতিযোগিতা-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু। এছাড়া ঢাকা প্রান্ত
থেকে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১) ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। এই প্রতিযোগিতায় রাজশাহী জেলার মোট ২৫ টি টিমের ১২৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। আগামী ৫ আগস্ট এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এস/আর