খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: পরপর ম্যাচ হেরে বেকায়দায় কিংস ইলেভেন পাঞ্জাব। এখনও প্লে অফের দৌড় থেকে তারা ছিটকে না গেলেও বাকি দুই ম্যাচেই জেতাটা এখন অত্যন্ত প্রয়োজন অশ্বিনদের। বুধবার মুম্বাইয়ের বিরুদ্ধে নামছেন গেইলরা।
মুম্বাই পৌঁছে ফুরফুরে মেজাজে দেখা গেছে গেইলকে। বাকিদের কাপালে দেখা গেছে কিছুটা ভাঁজ।
ক্রিস গেইল ও কে এল রাহুলের ওপর নির্ভর করেই বেশির ভাগ ম্যাচ জিতেছে প্রীতির দল পাঞ্জাব। গেইলের থেকেও বেশি বিধ্বংসী দেখিয়েছে রাহুলকে। ১২ ম্যাচে তার সংগ্রহে ৫৫৮ রান। তবে একেবারেই অফ ফর্মে অ্যারন ফিঞ্চ, করুণ নায়ার, মায়াঙ্ক আগরওয়ালরা।
অধিনায়ক অশ্বিন অবশ্য মনে করেন, যে ম্যাচগুলো তারা হেরেছেন তার মধ্যে বেশ কয়েকটি ম্যাচ তারা জিততে পারতেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ