খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ভারী বর্ষণে ভারতের মুম্বাইয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে শহরের ট্রেন যোগাযোগ ও বিমান ফ্লাইট ব্যাহত হচ্ছে। দেশটির আবহওয়া অধিদফতর বলছে, গত কয়েক দশকে এরকম ভারী বর্ষণ মুম্বাইতে দেখা যায়নি। এতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও নিম্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। রবি ও সোমবারের এই টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাইবাসীর।
ভারতীয় গণমাধ্যম বলছে, বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় রেল সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এছাড়া ভারী বর্ষণের মধ্যে মুম্বাই বিমানবন্দরে একটি ফ্লাইট অবতরণের সময় বিপদের মুখোমুখি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সঙ্গে আবহাওয়া অধিদফতরের পরবর্তী ঘোষণা না পাওয়া পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, দুদিনের বৃষ্টিতে মুম্বাইয়ের শিবাজিনগরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সোমাবার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে, সোলাপুর এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তবে ১২ জনের মধ্যে বাকি আটজনের মৃত্যুর বিস্তারিত জানানো হয়নি। রবি ও সোমবার রেকর্ড পরিমাণ ৫৪০ মি.মি. বৃষ্টিপাতের খবর পাওয়া। এই রকম ভারী বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। সূত্র : এনডিটিভি।
খবর২৪ঘণ্টা, জেএন