তানোর প্রতিনিধি :তানোরে মুণ্ডমালা পৌর আওয়ামী লীগের ৭,8, ও ৯ নংওয়াড আওয়ামী লীগের আয়োজনে ফজর আলী কলেজ মাঠ চত্তরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সবাই ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুণ্ডমালা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা , সাধারণ সম্পাদক আমিন হোসেন,উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাজেমান আহমেদ, উপজেলা আওয়ামী
লীগের প্রচার সম্পাদক আসানুল হক স্বপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক দেব বর্মন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমেদ সিজার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, মুণ্ডমালা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, জেলা যুবলীগের সহ যুগ্ন সম্পাদক
আ.ন.ম.রায়হান তপন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সানোয়ারা খাতুন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হাসান রশিদ ময়না বলেন,আগামী ডিসেম্বরে পৌর নির্বাচনে ঐক্যবদ্ধ নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।