1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মুখ ঢাকা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ মিছিল-পোস্টার! - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

মুখ ঢাকা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ মিছিল-পোস্টার!

নিজস্ব প্রতিবেদক :

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীতে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে নগরীর বারো রাস্তার মোড় এলাকা থেকে এ মিছিল বের করেন তাঁরা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, রাজশাহী মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিলে ৯ জন নেতা-কর্মী অংশ নেন এবং সবার মুখ ঢাকা ছিল। এ ছাড়া একই রাতে নগরীর কয়েকটি এলাকায় ছাত্রলীগের পক্ষ থেকে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা পোস্টার সাঁটানো হয়েছে। তবে পুলিশ বলছে, নিষিদ্ধ ছাত্রলীগকে এ ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। দেশের প্রচলিত আইনে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে না। এ ধরনের কোনো কর্মসূচি পুলিশের চোখে পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ (রোববার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মহানগরীর দড়িখরবনা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
বস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের কর্মসূচি চলবে। ছাত্রলীগের যেকোনো নৈরাজ্যমূলক কর্মসূচি প্রতিহত করা হবে। নিষিদ্ধঘোষিত এ সংগঠনটির কর্মসূচি স্বাধীন দেশের মাটিতে পালন করতে দেওয়া হবে না।’

বক্তব্য দেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, শাহদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাফি, রাজশাহী মহানগর যুবদল নেতা মারুফ হোসেন জীবন প্রমুখ।

নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST