নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইংরেজী বর্ষবরণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা বলেন, মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য। এর মাধ্যমে নাগরিকরা অর্থনৈতিক উন্নয়নের তথ্য জানার পাশাপাশি তাদের নেতাদের জবাবদিহি নিশ্চিতের জন্য প্রয়োজনীয় তথ্য জানাতে পারেন।
শেখ হাসিনার শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা যেভাবে সংকুচিত হয়েছিল, তা ব্যাখ্যাতীত। আইন দিয়ে চাপে রাখা ছাড়াও ক্ষমতাচর্চা, ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থের কারণে গণমাধ্যম যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। আবার কিছু সংবাদমাধ্যম ও সংবাদকর্মীকে সরকারের রোষানলেও পড়তে হয়েছে। বন্ধ করে দেয়া হয় দিগন্ত টিভি, আমার দেশসহ আরও গণমাধ্যম। বিএনপি গণমাধ্যম বান্ধব একটি রাজনৈতিক দল। তাই গণমাধ্যমের উন্নয়নে সার্বিক সহযোগীতার জন্য বিএনপি যথেষ্ট আন্তরিক।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টায় ইংরেজী ২০২৫ বর্ষবরণ ও বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠানে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি জনাব নজরুল ইসলাম জুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ।
তিনি বলেন, ফ্যাসিষ্ট স্বৈরাচারী শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসন অবসানের ছাত্র-জনতার আন্দোলনে অন্তত পাঁচজন সাংবাদিক নিহত হন। সাংবাদিকরা পুলিশ ও সরকার দলীয় অস্ত্রধারীদের হামলার শিকার হন। আন্দোলনের সব শহীদ ও আহত ব্যক্তিদের মতোই সাংবাদিক হত্যাসহ জখমের ঘটনাগুলো নিন্দনীয় এবং এর সুষ্ঠু তদন্ত করে বিচার হওয়া প্রয়োজন। আর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে ইংরেজী বর্ষবরণ পালন করছে। রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ সুফি মহিব্বুল আরেফিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবু সালে মো. ফাত্তাহ্, সুজা উদ্দীন ছোটন, জাহিদ হাসান, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব ও মফস্বল সম্পাদক ওমর ফারুক, দৈনিক কালবেলা পত্রিকার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, রাবিসাসের সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম প্রমুখ।
এসময় রাজশাহী প্রেসক্লাবের সদস্য ও সহযোগী সদস্যসহ শতাধীক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নৈশ্য ভোজের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
বিএ..