খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ছয় মাস কারাভোগের পর ৬৭ মামলায় আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান। শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৬টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, পল্টন থানার সর্বশেষ মামলায় জামিন পেয়ে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় জানায়।
গত ১৭ নভেম্বর পুরানা পল্টন এলাকা থেকে মতিঝিল থানার একটি মামলায় আকরামুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল।
খবর২৪ঘণ্টা.কম/রখ