1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিল হলে আদালত অবমাননায় পড়ব’ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

‘মুক্তিযোদ্ধা কোটা বাতিল হলে আদালত অবমাননায় পড়ব’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: হাইকোর্টের রায় থাকায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা সম্ভব নয় বলে জাতীয় সংসদে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এই কোটা বাতিল করলে তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যে কোটা তাতে হাইকোর্টের রায় রয়ে গেছে। যেখানে হাইকোর্টের রায়ে আছে যে, মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষিত থাকবে। তাহলে ওই কোটার বিষয়ে আমরা কীভাবে কোর্টের ওই রায় ভায়োলেট করবো। সেটা তো আমরা করতে পারছি না। এই রায় অবমাননা করে তখন তো আমি কনটেম্প অব কোর্টে পড়ে যাব। এটা তো কেউ করতেই পারবে না।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে চলতি বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে শেখ হাসিনা এই কথা বলেন।

কোটা সংস্কারের দাবিতে তুমুল আন্দোলনের মুখে গত ১১ এপ্রিল সংসদেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন কোনো কোটা থাকবে না। এরপর ২ মে গণভবনে সংবাদ সম্মেলন এবং ২৭ জুন জাতীয় সংসদে তিনি আবার বলেন, কোটা থাকবে না।

আবার ২ মে কোটা সংস্কার, বাতিল বিষয়ে সুপারিশ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। তাদের ২৩ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দেয়ার কথা।

কমিটি এক দফা বৈঠক করে কোটার বিষয়ে দেশ বিদেশের প্রতিবেদন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। আর এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেলে আবার বৈঠকে বসবে তারা।

এরই মধ্যে ১১ জুলাই সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেলন হক জানান, মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার বিষয়ে হাইকোর্টের আদেশ আছে। কাজেই এই কোটা বাতিল করলে আদালত অবমাননা হবে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team