নিজস্ব প্রতিবেদক :
৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পূনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। অনেক যানবাহনকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিক্ষোভ কর্মসূচী থেকে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা
পূনর্বহালের দাবি জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজন নিরসন করেন। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’র ব্যানারে এ বিক্ষোভ করা হয়। এ সময় তারা টায়ারে আগুন ধরিয়ে রাস্তার উপরে অবস্থান নেয়। এ কারণে ওই রাস্তা দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
খবর ২৪ ঘণ্টা/আর