খবর২৪ঘন্টা ডেস্কঃ
ভূমি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধতন নিয়োগ-১ অধিশাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো: তমিজুল ইসলাম খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জাতীয় যাদুঘরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো: মাকছুদুর রহমান পাটোয়ারীকে ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস, এম, আরিফ-উর-রহমানকে মক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে আরেক প্রজ্ঞাপনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম ও. এন. সিদ্দীকা খানমকে বাংলাদেশ কর্মকমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার অতিরিক্ত সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদকে ভূমি সংস্কার বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মর্যাদায় চেয়াম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
খবর২৪ঘন্টা / সিহাব