মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ আর জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মিয়ানমারের জান্তা বিরোধী ‘ছায়া সরকার’ (এনইউজি) তাদের নিজস্ব পুলিশ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (৭ জুন) এনইউজির এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এনইউজির বিবৃতিতে আরও বলা হয়, এনইউজি কীভাবে এবং কখন পুলিশ বাহিনী গঠন করবে, কতজন কর্মী নিয়োগ করবে, তা এখনও বলা যাচ্ছে না।
এদিকে ২০২১ সালে সামরিক বাহিনীর বিরুদ্ধে মিয়ানমারের সাধারণ নাগরিকদের জেগে ওঠার আহ্বান জানিয়েছিল এনইউজি। জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধকে ‘জনগণের প্রতিরক্ষামূলক যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছিল তারা। এমনকি তহবিল সংগ্রহে ২০২১ সাল থেকে নানাবিধ প্রচারণা শুরু করেছে এনইউজি। এর মধ্যে ট্যাক্স বয়কট, বিদেশি বন্ড ইস্যু থেকে শুরু করে উপহাসপূর্বক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের প্রাসাদের বিক্রির মতো নজির ছিল।
২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে অশান্তিতে রয়েছে দেশটি। আর জাতিসংঘের তথ্যমতে, মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে যুদ্ধ ও অস্থিতিশীলতায় বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৭ লাখ মানুষ।
বিএ/