খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: মিশরের উত্তরাঞ্চলে বুধবার দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত এবং ২২ আহত হয়েছে। সংঘর্ষে দুটি ট্রেনই দুমড়ে মুচড়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে আল বাহেইরা গভর্নরেটের অন্তর্গত কোম হামাদা স্টেশনের অদূরে। এলাকাটির অবস্থান মিশরের উত্তরাঞ্চলের উপকূল ঘেঁষে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানায় আহতদের উদ্ধার করে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। বিভিন্ন সংস্থার লোকেরা এরই মধ্যে উদ্ধারকাজ শুরু করেছে।পুলিশ ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সূত্রগুলো জানায়, দুর্ঘটনাস্থলে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ