খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার মধ্য রাতে ওই কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বাহিনীর কর্মীরা। তারা আগুনে পুড়ে যাওয়া তিন শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই তিনজনকে শনিবার ভোর ৪টার দিকে ঢামেক হাসাপাতালে আনা হয়েছে। দগ্ধ তিনজন হলেন-মো. মাইনুদ্দীন (২১), আলামীন (২০) ও মো. মাসুম (১৭)।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনেটর চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে মাঈনুদ্দীনের শরীরের ৮০ শতাংশ, আলামীনের ৭৫ শতাংশ ও মো. মাসুমের ৮০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ