খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর মিরপুরে ফরিদ (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার কয়েকটি শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে মিরপুরের মধ্য মনিরপুরের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ফরিদ মধ্য মনিরপুরের ৬০৪ নম্বর বাড়ির কেয়ারটেকার ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ফরিদ যেই বাড়িতে কাজ করতো তার সামনের রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। বাড়ির মালিক জানিয়েছে রাত সাড়ে ১২টার দিকে ফরিদ সব গেটে তালা দিয়ে তার নির্দিষ্ট স্থানে ঘুমাতে যায়।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এর পেছনের ঘটনা খুঁজতে তদন্ত করছে পুলিশ।
ফরিদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ