নাটোর প্রতিনিধি: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়ান পরিষদ হল রুমে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের শীষ নেতারা এ দাবি করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ জলিল প্রাং , সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, বড়াইগ্রাম ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি ইয়াকুল আলী হিরা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউপির চেয়ারম্যান আঃ মমিন, গোপালপুর ইউপি চেয়ারম্যান আঃ সালাম, জনাইল ইউপির চেয়ারম্যান তোজাম্মেল হক, চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান খেচু,নগর ইউপির চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ঢালু সহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ।
গত ১৫ আগষ্ট বিকেলে বড়াইগ্রাম উপজেলায় জাতীয় শোক দিবস অনুষ্ঠানে আসার পথে বড়াইগ্রামের রোলভা চাঁদের মোড়ে আওয়ামী লীগের এক অংশ দূবৃত্তে¦ হামলার শিকার হয়। এরিপেক্ষিতে গতকাল সোমবার দুপুরে জাহাঙ্গীর আলম বাদী হয়ে নাটোর আদালতে স্থানীয় ইউপি মেম্বার সাইফুল ইসলাম সহ ১৭জন আওয়ামী লীগের নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়।
/জেএন