নিজস্ব প্রতিবেদক : মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রাজশাহী মহানগরীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সোমবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহীর দুর্গাপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নাজিম শেখ অভিযোগ করে বলেন, উপজেলার চৌবাড়িয়া গ্রামের জামির শেখের ছেলে মনসাদ ২০১৮ বিষপান করে আত্মহত্যা করে। ওই ঘটনায় হত্যার অভিযোগ এনে মৃত মনসাদের বড় ভাই রেজাউল শেষ আদালতে মামলা দায়ের করেন। মামলাটি দুর্গাপুর থানার একজন এসআই তদন্ত করেন। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা
হয়। সিআইডি তদন্ত করে চুড়ান্ত প্রতিবেদন দিলে আদালতে বাদীপক্ষ নারাজি দিলে মামলাটি তদন্তের জন্য যায় পিবিআইতে। পিবিআই বর্তমানে মামলাটি তদন্ত করছে। কিন্ত আমার পক্ষের সাক্ষীদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। এতে সুষ্ঠ বিচার পাওয়া নিয়ে আমাদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। তাই মামলাটির সুষ্ঠ তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাজশাহীর স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, তার ভাই আজিদ শেখ, কাজেম শেখ, আজেম শেখ ও ভাতিজা সুবাস শেখ প্রমুখ।
আর/এস