1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মায়ের সঙ্গে বাবাও পাবেন ৭ মাসের ছুটি - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

মায়ের সঙ্গে বাবাও পাবেন ৭ মাসের ছুটি

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৬ ফেব্ুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ফিনল্যান্ডে সদ্য মা হওয়া নারীদের মাতৃত্বকালীন সময়ে সাত মাসের ছুটি দেওয়া হয়। এবার থেকে এই ছুটি পাবেন নতুন বাবারাও। একটি শিশুর জন্মের পর তার মা-বাবা দু’জনেরই বাড়িতে সময় কাটানোর প্রয়োজন হয়। আর ছোট বাচ্চা নিয়ে নতুন মায়েরা একা সব কিছু সামাল দিতেও হিমশিম খান।

দেশটির নারী নেতৃত্ত্বাধীন সরকার নতুন বাবা-মায়েদের জন্য সুখবর দিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী যারা নতুন মা ও বাবা হয়েছেন তারা বেতনসহ সাত মাসের ছুটি পাবেন।

এতদিন পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি সাত মাস হলেও পিতৃত্বকালীন ছুটি আরও কম ছিল। কিন্তু এই ছুটি বাড়িয়ে মাতৃত্বকালীন ছুটির সমান করা হয়েছে।

কেন্দ্রীয় বামপন্থি সরকারের প্রধানমন্ত্রী সানা মেরিন বলেন, সমতা আনতে এবং জন্মহার বাড়াতে নতুন এই নিয়ম চালু হচ্ছে। সানা মেরিন বর্তমান বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। মাত্র ৩৪ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফিনল্যান্ডে জন্মহার অনেক কমে গেছে। সাম্প্রতিক সময়ে দেশটি জন্মহার বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৮ সালে মাত্র ৪৭ হাজার ৫৭৭ শিশুর জন্ম হয়েছে। দেশটিতে বর্তমানে মোট জনসংখ্যা ৫৫ লাখ।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST