খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে ৫০০ রানের ঘর ছাড়িয়েছে বাংলাদেশ। এদিন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ১৫তম অর্ধশতকের দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের ‘সাইলেন্ট কিলার’ খ্যাত এ ক্রিকেটার ৯২ বল খেলে ১টি ছক্কা ও ৪টি চারের মারে অর্ধশতক পূর্ণ করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ উইকেটে ৫০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। উইকেটে আছেন মাহমুদউল্লাহ ৭৭ ও মুস্তাফিজুর রহমান ২ রানে অপরাজিত আছেন।
এদিকে দ্বিতীয় দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। তারপর মোসাদ্দেকও ফিরে গেছেন ব্যক্তিগত ৮ রানে। কিন্তু মাহমুদউল্লাহ ও মিরাজের দৃঢ়তায় ৪০০ রানের ঘর ছাড়ায় বাংলাদেশ। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি মিরাজ-মাহমুদউল্লাহর জুটিও। অযথা তৃতীয় রান নিতে গিয়ে রান আউটের শিকার হন মিরাজ। ব্যক্তিগত ২০ রানে ফিরেন তিনি।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন চার উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুমিনুল হক ১৭৫ ও মাহমুদুল্লাহ ৯ রান করে অপরাজিত ছিলেন। তবে আজ ১৭৬ রানে ফিরে যান মুমিনুল।
খবর২৪ঘণ্টা.কম/রখ