বরিশালের চরমোনাই মাহফিলে যাওয়ার পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর রেলগেট নামক স্থানে একটি বাস উল্টে নিহত নাজমুল ইসলাম (৩৫) নামের বাস চালক নিহত হয়েছেন।
তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। এদূর্ঘটনায় আহত হয়েছেন ১৫ যাত্রী। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে রাজবাড়ীর কালুখালি উপজেলার চাঁদপুর রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের বাড়ি পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে। নিহত বাস চালক রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী গোলাম মোস্তফার ছেলে।
নিহত বাস চালক নাজমুলের ছেলে শাহীন জানায়, ২৩ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি বরিশাল চরমোনাই পীরের মাহফিলের উদ্দেশে রওয়ানা দেয়।
বৃহস্পতিবার ভোরের দিকে রাজবাড়ীর কালুখালি উপজেলার চাঁদপুর রেলগেট নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
ঘটনাস্থলেই চালক নিহত হন। আহতদের উদ্ধার করে কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী বলেন, ঘটনাটি শুনেছি তবে এখনও মৃতদেহ বাসায় এসে পৌঁছায়নি, এ ঘটনায় পাংশা থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানা গেছে।
বিএ/