নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর আরডিএ মার্কেটে মাস্কের দোকানে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। কৃত্রিম সংকট তৈরি করে হঠাৎ মাস্কের দাম বাড়িয়ে দেওয়া কারণে অভিযানকালে দুইজনকে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহীর সহকারী পরিচালক হাসান মারুফ জানান, দেশে করোনা ভাইরাস আক্রান্ত তিন ব্যক্তি সনাক্তের পর হঠাৎ করেই রাজশাহীর বাজারে বিভিন্ন ধরনের মাস্কের দাম বাড়িয়ে দিয়েছ কতিপয় অসাধু ব্যবসায়ী। অনেক স্থানে মাস্ক পাওয়াই যাচ্ছে না। কৃত্রিমভাবে এই সংকট তৈরির কারণে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে আজ নেমেছিল ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় রাজশাহীর সাহেব বাজার আরডিএ মার্কেটে ১৫ টাকার মাস্ক ৭০ টাকায় বিক্রি করার অপরাধে হানিফ ও সাগর গার্মেন্টসকে তিন হাজার টাকা ও সাগর গার্মেন্টসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়ছে। এছাড়া অন্য ব্যবসায়ীদের এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। এখন থেকে তারা নিয়মিত মাঠে থাকবেন। অভিযানও চালাবেন। কেউ মাস্কের কৃত্রিম সংকট তৈরি বা দাম বাড়িয়ে নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।
খবর২৪ঘন্টা/নই