খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মালয়েশিয়ায় বিল্ডিংয়ে কাজ করার সময় লিফট ছিঁড়ে তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (০৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেনাপোলের ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক (৩২), শার্শার শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন (২৬) ও যশোরের ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (৪২)।
তাদের স্বজনরা জানায়, মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির নির্মাণাধীন ৫০তলা বিল্ডিংয়ে লিফট তৈরির জন্য কাজ করছিলেন তারা। পরে ৩২তলায় কাজ করার সময় লিফট ছিঁড়ে তারা তিনজনই ঘটনাস্থলে মারা যান।
এদিকে, মৃত্যুর খবর পেয়ে তাদের গ্রামের বাড়িতে যান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা। এসময় ইউএনও দুর্ঘটনার কারণ সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া মরদেহ বাড়িতে আনতে সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ