দুর্গাপুর প্রতিনিধি: ম্যালোশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মাহাবুর রহমান (৩৫)। নিহতের পরিবার সূত্রে জানাগেছে, মাহাবুর রহমান প্রায় ১০ বছর আগে কর্মের সন্ধানে বাংলাদেশ থেকে বিদেশের মাটি মালোশিয়াতে পাড়ি দেন। সেখানে তিনি কর্ম দক্ষতার সাথে দীর্ঘ প্রায় ১০ বছর যাবত কাজ করে আসছিলেন। শুক্রবার মাহাবুরের সহকর্মীদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন শনিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রন্ত হয়ে মাহাবুর রহমান মারা গেছেন।
মাহাবুরের ভিসার মেয়াদ না থাকায় দেশে তার লাশ আনা সম্ভব হচ্ছে না বলে জানান তার পরিবারের সদস্যরা। তারা সরকারের সহযোগিতা কামনা করচ্ছেন। মাহাবুরের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ