খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর মালিবাগে বাসচাপায় প্রাণ দুই তরুণী নিহত হয়েছেন। নিহত তরুণীদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলেন মিম (১৬) ও পারভিন (২২)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বেলা দেড়টার দিকে মালিবাগের চৌধুরীপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন মিম ও পারভিন। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাঁদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থালেই মিম মারা যায়। পুলিশ সার্জেন্ট সুব্রত কুমার দে পারভিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পারভিনকে আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে আসলে পারভিনও মারা যায়। তরুণী দুজনের লাশ মর্গে রাখা হয়।
তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যাচ্ছিল না। পরে তাঁদের সহকর্মীরা মর্গে এসে লাশ শনাক্ত করেন। এ ঘটনায় সুপ্রভাত বাসের চালক ও বাসটি আটক করেছে পুলিশ।
খবর২৪ঘণ্টা/জেএন