খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: শ্রমিকদের আইনগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠাসহ ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার (০১ মে) সকালে মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের পাশে সচিবালয় সড়কে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মালিকদের প্রতি মন্ত্রী এ আহ্বান জানান।
নৌমন্ত্রী বলেন, মালিকদের মনে রাখতে হবে শ্রমিক ছাড়া তাদের চলবে না, আবার শ্রমিকদের মনে রাখতে হবে মালিক ছাড়াও তাদের চলবে না। মালিকদের প্রতি আমার আহ্বান শ্রমিকদের আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য মালিকদের ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুই শ্রমিকদের কথা মনে রেখে প্রথম মে দিবসের ছুটি ঘোষণা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে দেশের আন্দোলনে এ মে দিবস, সেই দেশে মে দিবসের ছুটি ঘোষণা করা হয়নি।
এর আগে সকালে রাজধানীর দৈনিক বাংলার মোড় থেকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে একটি র্যালি করা হয়। র্যালিটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এতে শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ